সরকারি হলো আরও ৪৩ মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

দেশের বিভিন্ন উপজেলার আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লূৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব মাধ্যমিক বিদ্যালয় ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি ও গত ১৪ মে একযোগে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

এছাড়া গত ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি, গত ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :