তিন জেলার সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৬

মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সময় অবৈধ অর্থ আদায় বন্ধে তিন জেলা সিভিল সার্জন অফিসে পৃথক অভিযান চালিয়েছে দু‌র্নী‌তি দমন কমিশন (দুদক)।

দুদ‌কের ধারাবা‌হিক অভিযা‌নের অংশ হি‌সেবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সোমবার একযোগে এই অভিযান প‌রিচালনা করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসং‌যোগ কর্মকর্ত প্রণব কুমার ভট্টাচার্য্য।

প্রণব জানান, স্বাস্থ্য সনদ প্রদানকালে অনৈতিকভাবে অর্থ দাবি করা হচ্ছে এবং বেসরকারি ক্লিনিকের সাথে যোগসাজশ করে বিভিন্ন টেস্ট করতে বাধ্য করা হচ্ছে- অভিযোগ আসে দুদ‌কে। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তিনটি টিম গঠন করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তিনি জানান, দুদক এনফোর্সমেন্ট টিম ঢাকা, মাদারীপুর ও টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে একযোগে অভিযান চালায়। দুদকের টিম সদস্যরা এসব অফিসে উপস্থিত বিদেশগামী ব্যক্তিদের সাথে কথা বলে ঘুষ দাবি করা হচ্ছে কি-না, তা জিজ্ঞেস করেন এবং দুর্নীতি ও ভোগান্তি ব্যতিরেকে ছাড়পত্র প্রদান নিশ্চিত করেন। এছাড়াও সকল টেস্ট যেন সরকারি হাসপাতাল থেকে করানো যায়, তা তদারকি করে দুদক টিম।

অনৈতিক অর্থ আদায় তৎপরতা এবং স্বাস্থ্যগত ছাড়পত্র প্রদানে হয়রানির কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দুদক হটলাইন- ১০৬-এ জানানোর পরামর্শ দেন দুদক টিমের সদস্যরা।

এ বিষ‌য়ে মুনীর চৌধুরী বলেন, ‘সরকারি অফিস দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান চলবে।’

ঢাকাটাইমস/ ২৪সে‌প্টেম্বর/এএকে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :