বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো থাকলেও নেই নেইমার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইম
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৩

এবারও ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন দুই ফুটবল রাজপুত্র লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো। তবে মেসি-রোনালদো থাকেলও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্রাজিল তারকা নেইমারের।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঘোষণা করা হয় বছরের সেরা একাদশ।

একাদশে নাম এসেছে রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা কিলিয়ান এমবাপের। জায়গা পেয়েছেন রামোস, মার্সেলো এবং রাফায়েল ভারানের মত তারকারা। কিন্তু নেইমারের পাশাপাশি জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ মাতানো লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর।

ফিফা বর্ষসেরা একাদশ: দাভিদ দে হেয়া (ম্স্পেন), দানি আলভেস (ব্রাজিল), রাফায়েল ভারানে (ফ্রান্স), সের্হিও রামোস (স্পেন), মার্সেলো (ব্রাজিল), নগোলো কঁতে (ফ্রান্স), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), এদেন আজার (বেলজিয়াম), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)।

(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :