ফিফার বেস্ট হতে কে কত ভোট পেয়েছেন?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩

সোমবার লন্ডনে অনুষ্ঠিত হল এ বছরের ফিফার সর্বোচ্চ পুরস্কারের অনুষ্ঠান ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’। যেখানে ক্রিস্তিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাহদের টপকে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন রাশিয়া বিশ্বকাপ মাতানো ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ।

১০ বছর পর লিওনেল মেসি এবং রোনালদো ছাড়া অন্য কোনো ফুটবলার এই পুরস্কার জিতল। গত দশ বছরে ফিফার সব পুরস্কারই ঘুরে ফিরে জিতেছেন মেসি-রোনালদো। কিন্তু এই পুরস্কার জিততে কত ভোট পেয়েছেন মদ্রিচ? আর কত ভোট পেয়েছেন রোনালদো-মেসি-সালাহরা?

জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

২০১৮ এর প্রতিযোগিতায় বর্ষসেরার পুরস্কার পেতে ২৯% ভোট পেয়েছেন রিয়াল তারকা লুকা মদ্রিচ। দ্বিতীয় স্থান পাওয়া পর্তুগিজ তারকা পেয়েছেন ১৯%। তিনে থাকা লিভারপুলের মিশরীয় তারকা পেয়েছে ১১.২% ভোট। ১০% ভোট পেয়ে চার নম্বর হন ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। আর পাঁচে থাকা আর্জেন্টাইন অধিনাযক পেয়েছেন মাত্র ৯% ভোট।

(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :