বিমার আওতায় পাঠাও চালক-আরোহী

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও-এর চালক ও আরোহী বিমার আওতায় এলো। এজন্য পাঠাও সম্প্রতি ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে ডটলাইন বাংলাদেশের আইআর ইন্সুরেন্স ব্রান্ড কার্নিভালের অধীনে কাস্টমাইজড ইন্সুরেন্স প্রদান করবে।

চারটি টার্মে ইন্সুরেন্স সেবাটি ভাগ করা হয়েছে। যার মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট, দুর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়া, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং স্বাভাবিকভাবে মৃত্যু হলে এই ইন্সুরেন্সের আওতায় আসবে।

এই ইন্সুরেন্সের আওতায় ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা নির্ধারণ করা রয়েছে। চালক এবং ব্যবহারকারী উভয়ই এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী এবং পাঠাও লিমিটেডের সিইও হুসেইন এম ইলিয়াস নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘আমাদের এই প্লাটফর্ম ব্যবহারকারী সকলের জন্যে বিশ্বস্ত এবং নিরাপদ সেবা প্রদান করাই পাঠাওয়ের লক্ষ্য।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :