বিএনপিপন্থী শতাধিক আইনজীবীর আগাম জামিন

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া বি‌ভিন্ন মামলায় বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবীকে আগাম জামিন দি‌য়ে‌ছেন হাইকোর্ট।

পৃথক পৃথক মোট ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আদেনের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকে মো. মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপেক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন।

আদালতের এ আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুর রেজাক খান, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আক্তার ওয়াহিদা, অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়াসহ বিএনপিপন্থী প্রায় শতাধিক আইনজীবী অন্তর্বর্তীকালীন জামিন পেলেন।

আদালত তার আদেশে বলেছেন, মামলাগুলোয় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করা হলো।

মাসুদ রানা সাংবা‌দিক‌দের বলেন, চল‌তি মা‌সের ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশ কিছু অভিযোগে মামলা ক‌রে পু‌লিশ। এসব মামলায় নাম আসা বিএনপি সমর্থিত আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ আদালত সে সব আবেদনের শুনানি নিয়ে সেসব আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবি মামলাগুলোয় আগাম জামিন দি‌য়ে‌ছেন।

ঢাকাটাইমস/২৫‌সে‌প্টেম্বর/এমএবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :