ভাষাটাই ৩২ ধারা অপব্যবহারের সুযোগ করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯

সংসদে সদ্য পাস হওয়ো ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতা ব্যাহত করবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। তার মতে, এই আইনের ভাষাটাই এমন এ ধারার অপব্যবহারের সুযোগ করে দিয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ টক শো অনুষ্ঠানে ওই আইনের বিশেষ করে ৩২ ধারার ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন তিনি।

সুবর্ণা নওয়াদীরের উপস্থাপনায় সোমবার রাতের ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক নাঈমুল ইসলাম খান।

ডিজিটাল নিরাপত্তা আইনে অনুসন্ধানী সাংবাদিকতা ব্যাহত হবে কি না- সঞ্চালকের প্রশ্নের জবাবে রাশনা ইমাম বলেন, ‘আইনটা সরাসরি সাংবাদিকদের বিপক্ষে যাবে এটা কোথাও উল্লেখ করা নেই। কিন্তু সাংবাদিকরাও আক্রান্ত হবে। কেন আক্রান্ত? কারণ তাদের কাজটা যে ধরনের, তাতে সরাসরি আক্রান্ত হবে তারা। তাছাড়া নাগরিকরাও তো আক্রান্ত হবে।’

কীভাবে আক্রান্ত হবে সেই ব্যাখ্যা দেন রাশনা ইমাম। ‘আমি একটু উদাহরণ দিই। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ব্রিটিশ আমলে একটা আইন ছিল। সেখান থেকে ধারাটা তুলে এনে ঢুকিয়েছে এই আইনে। কী বলেছে এ আইনে? কোনো সরকারি-আধাসরকারি অফিসে ঢুকে টপ সিক্রেট বা সিক্রেট তথ্য সংগ্রহ করে সেটা পাঠানো যাবে না। ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো যাবে না।’

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘এটা পাঠালে তা হবে অপরাধ এবং এর জন্য শাস্তি, যদি দোষী সাব্যস্ত হয়, ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ২৫ লাখ টাকা অর্থদণ্ড।

এই ধারাটির উদ্দেশ্য সম্পর্কেও তার ধারণার কথা উদাহরণ দিয়ে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তিনি বলেন, ‘এই পার্টিক্যুলার সেকশনটা কেন? কারণ আজকেই আমি দেখলাম ডেইলি স্টারে একটা বড় রিপোর্ট ছিল প্রথম পাতায়। ডেইলি স্টারের সাংবাদিক দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে এ রিপোর্ট তৈরি করেন। পত্রিকাটি যে জনগণের কাছে সত্যটা তুলে ধরল, ৩২ ধারার মতো একটা সেকশন যখন আইন হবে, বা হয়ে গেল, সেটা এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকদের জন্য সমস্যা হবে।’

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘এই আইনের ভাষাটাই এমন, যা এটা অপব্যবহার করার সুযোগ করে দিয়েছে। এই আইন অপব্যবহার হবে। এখানে আমরা বলতে পারি, এই ধারাটা আইন হওয়ায় সাংবাদিকতা আক্রান্ত হচ্ছে।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :