টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আটক ১২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯

গাজীপুরের টঙ্গীতে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে ১২ জনকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে টঙ্গীর হাজী মাজার বস্তি ও ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব ও জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা ও মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম রাসেল নূর।

আটকৃতরা হলেন- মো. সোহেল (২৬), মো. মানিক (৩২), আখী আক্তার (২৭), মো. কালু মিয়া (২৩), আলমগীর (৩৫), মো. খোকন (৪০), মো. মনির (২৪),আলেয়া (২৬), মো. রিপন আলী, মো. জসিম উদ্দিন (৩৫), মো. রুবেল (২০)।

পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানাধীন মাজার বস্তি ও ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ৬ (ছয়) মাস এবং সর্বনি¤œ ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :