ফরিদপুরে শ্রেষ্ঠ প্রাথমিক দুই শিক্ষা কর্মকর্তা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২

এবার জেলায় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সম্মাননা পেলেন মো. ইসমাইল হোসেন এবং এম এ নাইম।

শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মধুখালীতে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা এম এ নাঈম ফরিদপুর সদর উপজেলায় কর্মরত আছেন।

জাতীয় শিক্ষা পদক ২০১৮ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটির গত ২৪ সেপ্টেম্বর জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ১৯ জনের নাম ঘোষণা করা হয়।

মো. ইসমাইল হোসেন ২০০৬ সালের ঝিনাইদহের মহেশপুর উপজেলা এবং এম এ নাইম ২০০৫ সালের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যোগদান করেন।

জেলা প্রশাসনের অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা পদক-২০১৮ এ ফরিদপুর জেলায় ১৯টি ক্যাটাগরিতে জেলা শিক্ষা বিস্তারের বিশেষ অবদানের জন্য এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :