রাষ্ট্রপতির আগমন ঘিরে প্রস্তুত হচ্ছে পদ্মাপাড়

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন। তারপর পদ্মাপাড়ে সময় কাটাবেন কিছুক্ষণ। তাই রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টি-বাঁধটি সাজিয়ে তুলতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে সরকারি কয়েকটি দপ্তর।

গত বছর রাজশাহী সফরে এসেও এখানে কিছুটা সময় কাটিয়েছিলেন রাষ্ট্রপতি। উঁচু বাঁধের ওপর থেকে অবলোকন করেছিলেন ভরা পদ্মার সৌন্দর্য্য। তারপর স্পিডবোটে চড়ে নৌ-ভ্রমণ করেছিলেন কিছু সময়। এবারও তার সফরসূচিতে নৌ-ভ্রমণ রয়েছে। তার আগে রাষ্ট্রপতি কিছু সময় কাটাবেন পদ্মাপাড়ে।

মঙ্গলবার সকালে টি-বাঁধে গিয়ে দেখা গেছে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টি-বাঁধের ওপর কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতির বসার জন্য ইট-সিমেন্ট দিয়ে নির্মাণ করা হচ্ছে একটি ছাউনি ঘর। আর রাষ্ট্রপতি যে জায়গাটি দিয়ে স্পিডবোটে উঠবেন, সেখানে জিও ব্যাগ দিয়ে তৈরি করা হচ্ছে একটি ঘাট।

পাউবোর রাজশাহীর শাখা কর্মকর্তা মাহবুব রাসেল বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ১৩ সেপ্টেম্বর থেকে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। বুধবারের মধ্যে বেশিরভাগ কাজ শেষ হবে। পাউবো ছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা সাজসজ্জার কাজ করছে।

এর মধ্যে রাষ্ট্রপতির বসার জন্য ছাউনি তৈরি করছে গণপূর্ত অধিদপ্তর। আর রাষ্ট্রপতির গত বছরের রাজশাহী সফরের সময় সেখানে একটি টয়লেট তৈরি করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর টয়লেটটি তালাবদ্ধই ছিল। এখন আবার সেটি প্রস্তুত করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, শনিবার ঠিক কখন রাষ্ট্রপতি টি-বাঁধে যাবেন তা নির্দিষ্ট করে তিনি বেঁধে দেননি। তবে তিনি সেখানে যাওয়ার সম্মতি দিয়েছেন। এ জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :