কুমিল্লায় দুই চিকিৎসককে শোকজ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৮

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে কর্মস্থলে না পাওয়ায় কারণদর্শানোর নোটিশ করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

ওই দুই চিকিৎসক হলেন- ডা. আপেল চন্দ্র সাহা ও ডা. ফারজহানা ইয়াসমিন।

মঙ্গলবার কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আকস্মিক অভিযান চালান এসময় ওই দুই চিকিৎসককে কর্তব্যরত চেম্বারে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীরের নিকট ওই দুই চিকিৎসক কোথায় জানতে চাওয়া হয়? ডা. আহম্মেদ কবীর কোন সদুত্তর দিতে না পারায় ওই দুই চিকিৎসককে কারণদর্শানোর নোটিশ দিতে নির্দেশ প্রদান করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ হাসপাতালের বহির্বিভাগে বিভিন্ন সিন্ডিকেট কাজ করছে। নামে-বেনামে ওষধ কোম্পানি ও রোগী ভাগিয়ে নেয়ার দালাল আতঙ্কে নিত্যদিনের চিত্র। স্থানীয়রা মনে করছেন এসব অপকর্ম বন্ধে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

তারা আরও জানায়, ১১ জন চিকিৎসক থাকলেও প্রতিদিন চেম্বার করেন ২/৩ চিকিৎসক, বাকিরা অধিকাংশ সময় ব্যস্ত থাকেন প্রাইভেট ক্লিনিক নিয়ে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, দুই ডাক্তারকে আমি কর্মস্থলে এসে পাইনি। আগামী এক সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে নোটিশ করতে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবীর এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, ২২ জন চিকিৎসকের মধ্যে ৮টি পদ শূন্য, তিনজন প্রেষণে রয়েছেন। বাকি ১১ জন দিয়ে চলছে বহির্বিভাগের চিকিৎসা। তার মধ্যে ওই দুইজন চিকিৎসক অনুপস্থিত। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান কারণদর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :