প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪০

বিনিয়োগকারীদের জন্য সরকার আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়েছে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

সোমবার নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশ বিজনেস এ্যালায়েন্স নেতৃবৃন্দের সঙ্গে এক ব্যবসা সম্মেলনে এ আহবান জানান তিনি।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন আপনারা।

এ সময় সংগঠনের পরিচালকবৃন্দসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার এফবিসিসিআরইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মশিউর রহমান দেশের অর্থনৈতিক আগ্রযাত্রার পথে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :