বিকালে বাংলাদেশ-পাকিস্তান ‘সেমিফাইনাল’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২

চলমান এশিয়া কাপের ১৪তম আসরের ফরম্যাট বাকি আসরের তুলনায় একটু আলাদা। এখানে সেমিফাইনাল বলে কোনো কথা নেই। কিন্তু সুপার ফোরের শেষ ম্যাচটি ঠিক সেমিফাইনালের ‍রুপই নিয়েছে। আজ জয় পেলেই ফাইনাল খেলার টিকিট মিলবে আর হারলেই বাদ এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ-পাকিস্তান। এই অঘোষিত সেমিফাইনালে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে হবে দুইদল।

হংকংয়ের বিপক্ষে বড় জয় নিয়ে এশিয়া কাপের শুরুটা দারুণ ভাবেই করে পাকিস্তান। এরপরেই তাদের ছন্দপতন। পরের ম্যাচে ভারতের কাছে অসহায়ভাবে পরাজয়। তারপর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেও ভারতের কাছে এসে আবারও ধরা।

অপরদিকে বাংলাদেশেরও একই রকম অবস্থা। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে এসে ধাক্কা খায়। এরপর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষেও পরাজয়। তবে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এসে আবারও ছন্দ খুঁজে পায় লাল-সবুজরা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে এখন তাদের সামনে পাকিস্তান পরীক্ষা। আজ পাকিস্তান বাঁধা কাটাতে পারলেই ভারতের বিপক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর আসরের ফাইনাল খেলবে মাশরাফি বিন মর্তুজার দল।

র‌্যাংকিয়ে পাঁচে থাকা পাকিস্তান সাতে থাকা বাংলাদেশের মুখোমুখি হয়েছে মোট ৩৫ বার। যেখানে পাকিস্তানের ৩১টি জয়ের বিপরীতে মাত্র ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

তাছাড়া এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে দুই দল খেলেছে ১২টি ম্যাচ। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের ১২টি জিতেছে পাকিস্তান।

সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে পাকিস্তান। কিন্তু বাংলাদেশকে আশা যোগাতে পারে দু’দলের শেষ দেখাটা। কারণ ওয়ানডেতে ২০১৫ সালের শেষ দেখায় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপের এবারের আসরে বেশ একটা ছন্দ নেই পাকিস্তানি বোলারদের। যার কারণে তাদের হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে মাশরাফি বিন মর্তুজার দল। আবার ছাড় দিতে চাইবে না সফরফরাজ আহমেদের দলও। গেল দুই ম্যাচে খারাপ খারাপ খেললেও এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চাইবে তারাও। সবমিলিয়ে অঘোষিত সেমিফাইনালটিতে খুব লড়াইপূর্ণ একটি ম্যাচই হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/ ২৬ সেপ্টেম্বর/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :