৭.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯

চলতি অর্থবছরে দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এশীয় ডেভেলপমেন্ট আউটলুক-২০১৮ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই পূর্বাভাস দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয় চলতি অর্থবছর রপ্তানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি কিছুটা ধীর হবে। এছাড়া, শিল্পখাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে। অনুষ্ঠানে এডিবির ঢাকা অফিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং বলেন, ‘গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে ৭.৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।’

‘এর আগে ২০১৬-১৭ অর্থবছরে ৭.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই ধারাবাহিকতায় চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৭.৫ শতাংশ জিডিপি পেতে পারে বলে আমরা মনে করছি।’

সরকার চলতি অর্থবছরে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশের অর্থনীতির ভালো অগ্রগতি হয়েছে। অর্থনীতি উন্নয়নের জন্য সরকার কিছু ভালো পদক্ষেপ নিয়েছে।’

‘অর্থনৈতিক অবস্থা ইতিবাচক, মাইক্রোইকোনমি স্ট্যাবল। গত কয়েক বছর ধারাবাহিকভাবে অর্থনীতে শক্তিশালী গ্রোথ হয়েছে।’

এক প্রশ্নে মনমোহন বলেন, ‘আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হওয়া সম্ভব। তবে এর জন্য সরকারি বিনিয়োগের পশাপাশি বেসকারি বিনিয়োগ বাড়াতে হবে। রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে জোড় দিতে হবে। সহজে ব্যবসা সূচক বা ডুইং বিজনেস ইনডেক্সে সূচকে উন্নতি করতে হবে।’

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করেন এডিবি কর্মকর্তা।

‘যুক্তরাষ্ট্র-চীনের বিরোধ বাংলাদেশের জন্য সুযোগ’

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে কি না- এমন প্রশ্নও ছিল মনমোহনের কাছে। জবাবে তিনি বলেন, ‘এ থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারে কারণ বাংলাদেশর অর্থনীতি ক্রমন্বয়ে অগ্রসর হচ্ছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ খুব ভালো করছে। আইটি শিল্প, চামড়া শিল্প সম্ভাবনাময় খাত। এসব সেক্টরে উন্নয়ন করে বাণিজ্য সুবিধা গ্রহণ করতে পারে বাংলাদেশ। আর এর জন্য সরকারকে অবকাঠামো উন্নয়নে আরও জোর দিতে হবে।’

এডিবির টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :