ছিনতাইয়ের পর পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬
ফাইল ছবি

মোটরসাইকেলে করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে আহত হয়েছে সন্দেহভাজন দুই ছিনতাইকারী।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহবাগ শিখা চিরন্তন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মো. সালমান ও বিল্লাল হোসেন কবির। পুলিশ বলছে, তারা পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় তারা ছিনতাই করে আসছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘রাতে মৎসভবন এলাকা থেকে দুই যুবক ছিনতাই করে মোটরসাইকেলে শাহবাগের দিকে আসছিল। এসময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগন্যাল দিলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশের আরেকটা টিম শিখা চিরন্তনের সামনে তাদের থামায়। এতে দুই ছিনতাইকারী পুলিশের উপর চড়াও হয়ে চাপাতি দিয়ে আঘাতের চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে দুই ছিনতাইকারীর পায়ে গুলিবিদ্ধ হয়। সাথে সাথে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।’

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। মূলত এই চক্রটি মোটরসাইকেলের করে ল্যাপটপ, মোবাইল, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র টান দিয়ে নিয়ে যায়।’

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করেছে। তারা ছিনতাইকারী বলে জানতে পেরেছি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে মোহাম্মদ স্বপন নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ ও মোবাইল উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :