বিএনপি খালি কলসি, আমরা ভরা: কাদের

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৭

রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে পাত্তা দিচ্ছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির খালি কলসির মতো হওয়ায় বারবার আন্দোলনের হুমকি দেয়।

বুধবার দুপুরে রাজবাড়ীর পাংশায় গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক। আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়কের (আর-৭১০) তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে সেখানে যান তিনি।

আগামী ১ অক্টোবর থেকে নতুন করে সরকারপতনের আন্দোলনের কথা জানিয়ে নেতা-কর্মীদেরকে ‘রেডি’ হতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে তার এই হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না কাদের। বলেন, ‘বিএনপি এখন শূন্য কলসির মতো, আর আমরা ভরা কলসি। এ জন্য আওয়াজ দেই না।’

বিএনপিতে এখন হাহাকার, তাদের মরা গাঙে জোয়ার আসে না। ইনশাল্লাহ আর আসবেও না।... বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু ফাঁকা আওয়াজ দেয়। তাদের কোনও আওয়াজে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

এ সময় ২৯ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন ১৪ দলের সমাবেশ আহ্বান নিয়েও কথা বলেন কাদের। একে তিনি পাল্টাপাল্টি সমাবেশ হিসেবে দেখছেন না। বলেছেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন।

বিএনপি সেদিন সমাবেশ করতে চায় সোহরাওয়ার্দী উদ্যানে। আর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ ডেকেছে ১৪ দল। আর বিএনপি অভিযোগ করছে, সংঘাত চাইছে ক্ষমতাসীন দল।

কাদের বলেন, ‘আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে তা তারা করতে পারে। আওয়ামী লীগ কোনও পাল্টা সমাবেশ করবে না।’

‘সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিশৃঙ্খলা ও অবরোধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে।’ দলীয় নেতা-কর্মীদেরকে কাদের বলেন, ‘আ.লীগ শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। আপনারা সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না। কিন্তু আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে।’

আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়নের বিষয়ে কাদের বলেন, ‘ব্যানার ও হোন্ডা মিছিল দেখিয়ে মনোনয়ন হবে না, মনোনয়ন হবে জনগণের ইচ্ছায় এবং সে মনোনয়ন দেবেন জননেত্রী শেখ হাসিনা।’

‘যারা দল করে তাদের দলের নিয়ম মেনে চলতে হবে। আপনাদের আমলনামা, এসিআর সব শেখ হাসিনার কাছে জমা আছে, যা প্রতি ছয় মাসে আপডেট হয় এবং অক্টোবরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হবে। ’ আগামীতে ক্ষমতায় আসতে পারলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হবে জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, ‘এর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যা বলি তাই করি, সেই ওয়াদা করি না, যা রাখতে পারব না।’

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসন চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমও এ সময় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :