বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪
ফাইল ছবি

বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও অন্তত দুইজন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার বিকালে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের আকব্বর নকিবের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের হারেজ শেখ, পাশের কাকারবিল গ্রামের তানজিল মোল্লা।

আহত শ্রমিক মালেক মোল্লা ও হালিম শেখকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, বুধবার সকালে বিলকুল গ্রামের আকব্বর নকিবের নির্মাণাধীন বাড়ির মেঝে প্লাস্টার করতে চারজন শ্রমিক যোগ দেন। বিকালে একটি কক্ষে আলো স্বল্পতা দেখা দিলে পাশের কক্ষ থেকে বিদ্যুতের তার টেনে ওই কক্ষে আলো জ্বালাতে গেলে প্রথমে হারেজ নামে এক শ্রমিক বিদ্যুতায়িত হয়। এসময় অন্য তিনজন অসাবধনতাবশত তাকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে হারেজ ও তানজিল নামে দুজনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা বাকি দুজন মালেক ও হালিমকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :