‘আমি অতিথি পাখি নই’

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুফতি রুহুল আমিন নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কালিয়াসহ বিভিন্ন এলাকায় পথসভাও হয়।

মোটর শোভাযাত্রাসহ মুফতি রুহুল আমিনসহ তার সমর্থকরা বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে এলাকাগুলো মুখরিত করে তোলেন কর্মী-সমর্থকরা।

কালিয়া শহরের চৌরাস্তায় পথসভায় মুফতি রুহুল আমিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে বিজয়ী হব ইনশাল্লাহ। এলাকায় সব ধরনের উন্নয়ন করব। এছাড়া মাদকমুক্ত সমাজ গড়ে তুলব, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আ’লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানাই।

এদিকে রাজনীতিতে তিনি (রুহুল আমিন) ‘অতিথি পাখি’ নন বলেও দাবি করেন। এ প্রসঙ্গে রুহুল আমিন বলেন, আমার নড়াগাতি এলাকায় বাড়ি রয়েছে এবং আশা করছি, কালিয়াতেও বাড়ি করব।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তাসমীমসহ দলীয় নেতাকর্মীরা।

ফরিদপুরের মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)’র ছেলে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন নড়াইল-১ আসনে আ’লীগ দলীয় মনোনয়ন চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :