নরসিংদীতে থামবে তিন আন্তঃনগর ট্রেন

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৯

দুর্ভোগ ও বিড়ম্বনাকে বিদায় জানিয়ে স্বস্তির বার্তা নিয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে যোগ হয়েছে আরও তিনটি আন্তঃনগর ট্রেন।

বৃহস্পতিবার বিকালে নরসিংদীতে আন্তঃনগর উপকুল, উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু এমপি।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-০৩ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারুকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, রেলওয়ে সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক মিয়া জাহান ও ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ।

সড়ক পথে যানজট এড়িয়ে দ্রুত ভ্রমণের জন্য নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে রেলপথ। কিন্তু অপ্রতুল ট্রেন ও আসন স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ ও বিড়ম্বনা পড়তে হতো। যাত্রী সেবার মান বৃদ্ধি করতে নরসিংদী রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। ফলে গত ২৪ সেপ্টেম্বর নরসিংদী স্টেশনে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির অনুমতি দেয় রেলপথ মন্ত্রণালয়।

এদিকে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন উপলক্ষ্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে উৎসবের আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ওই সময় সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পাশাপাশি আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। উপস্থিত অতিথিরা এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :