ফরিদপুরে ১৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও প্রায় ১০টি দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে হায়দারের কাপড়ের দোকান, টুকু শেখের কসমেটিকসের দোকান, টিটু মুন্সীর কাপড়ের দোকান, শাহিনের শাড়ির দোকান, মিজান শেখের ঔষধের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া জলিল ফকির, রতন শেখ, ময়না সাহা, বাবলু সাহা, লিপু, অপূর্ব ও পদা সাহার দোকানও পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্য রয়েছে শাড়ি-কাপড়, কসমেটিকস, কাঁচামাল, এলুমিনিয়াম, ক্রেকারিজ, টেইলার্স ও ঔষধের দোকান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তিনি জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমানসহ কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :