ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সভা, সেমিনারসহ নানা কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে সনাক ও টিআইবির সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে বক্ত্যব রাখেন, উপ-পরিচালক স্থানীয় সরকার এরাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)সাইফুল হাসান প্রমুখ।

দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :