কর্ণফুলীতে মামুনুর খুনের ঘটনায় মামলা

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫

চট্টগ্রামের কর্ণফুলীতে মামুনুর রশিদ খুনের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় ভাই ইয়াসিন (২৬) বাদি হয়ে এজাহার নামীয় পাঁচজনকে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

আসামিরা হলেন, নুরুল আলমের ছেলে আজম (২৫), মৃত নুরুচ্ছাফার ছেলে ফারুক প্রকাশ আশিক (২৬), আবু তাহেরের ছেলে আলী আজগর প্রকাশ হৃদয় (২০), মকবুল আহমদের ছেলে ওমর(২৪) ও ছৈয়দের ছেলে শওকত হোসেন ওমর প্রকাশ শাহনুর (২২)।

আসামিদের প্রত্যেকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের বলে জানা গেছে।

গত ২৬ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছিল।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, রাতে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিহত মামুন ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। হত্যাকারীদের ফাসিঁর দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেজে/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :