জামায়াতকে নিয়েই কামাল-বি চৌধুরীর মূল ঐক্য: খালিদ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫

মুখে জামায়াত বিরোধিতার কথা বললেও ড. কামাল হোসেন ও বি চৌধুরীর মূল ঐক্য জামায়াতকে নিয়েই- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

জেলার বিরলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব জনতার জাতীয় ঐক্যে ভীত হয়ে কামাল হোসেনরা জাতীয় ঐক্যের নাটক করছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি ও জামায়াত এক সুতোয় গাঁথা।

তিনি বলেন, বি চৌধুরী জামায়াতের ভোটে এমপি হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন। ড. কামাল হেসেন সপরিবারে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তার জামাতা ডেভিড বার্গম্যান জামায়াতের লবিস্ট হিসেবে সারা দুনিয়ায় সরকারবিরোধী প্রচারণা চালিয়েছেন। যুদ্ধাপরাধের বিচার চলাকালে একদিনের জন্যও ড. কামাল ট্রাইব্যুনালে যাননি। তাইলে তাদের জামায়াত বিরোধী অবস্থান কোথায়? ওইটাই তাদের মূল ঐক্য।

খালিদ বলেন, এসব বর্ণচোরা রাজনীতিবিদগণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিভ্রান্ত করতে জামায়াত বিরোধী কথা বলেন। নিজেরা রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য বঙ্গবন্ধুর কথা বলেন।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিছ আলী, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ অডিটোরিয়ামে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীসহ ৩০০ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, আবু সৈয়দ হোসেন, আফছার আলী, ফরহাদ হোসেন ইগলু প্রমুখ।

ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/টিএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :