বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ঢাল হবেন না: কামালকে ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৬

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ও জামাতের মামলার বিচার বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছেন ড. কামাল হোসেন।

আজ শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন জাসদ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন মন্ত্রী। চন্ডিপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় জনসভাটি।

ড. কামালের উদ্দেশে জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্রের ঢাল হবেন না। খালেদার দুর্নীতির বিচার আদালতে হচ্ছে। সেখানে সাংবাদিক, আত্মীয়স্বজন ও উকিলের প্রবেশাধিকার আছে।’

ড. কামাল হোসেনের গণফোরামের সঙ্গে যুক্তফ্রন্ট ও বিএনপির জাতীয় ঐক্যের প্রতি ইঙ্গিত করে হাসানুল হক ইনু বলেন, ‘আমি মনে করি এই উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে, এই উল্লাস রাজাকারের। সুতরাং এই ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সব রাজাকার ও অপরাধীকে এক করার ঐক্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যের নামে যে ঐক্য গঠিত হয়েছে, তাদের দাবি বিশ্লেষণ করলে দেখা যায় তারা নির্বাচনের জন্য নয়, বরং কীভাবে নির্বাচন বানচাল করা যায় তার একটা ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করছেন। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ফেলে দেয়ার একটা পাঁয়তারা শুরু করেছেন।’

ইনু আরও বলেন, ‘যারা সামরিক শাসন ও রাজাকারের দালালি করেছে এবং জঙ্গির পক্ষে সমর্থন নিয়েছে, তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি. চৌধুরীরা হাত মেলাল কী করে তা আমার বোধগম্য নয়।’

চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপনের সভাপতিত্ব জনসভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আবদুল্লাহ, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :