রিয়াদকে ‘শেষ ওভার’, কারণ জানালেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫

আবারও একটি ফাইনাল। আবারও একটি পরাজয়। প্রতিপক্ষ সেই ভারত। নানা সমীকরণ আর চোটের সঙ্গে যুদ্ধ করে শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবলো মাশরাফির বাংলাদেশের। শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে শেষ বলে গিয়ে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ।

শেষ ওভারে সমীকরণটা যখন ৬ বলে ৬ দরকার তখন প্রথমে সৌম্য সরকারকে দিয়ে করানোর কথা ছিল। বল হাতে তৈরিও হয়েছিলেন সৌম্য। কিন্তু হঠাৎ অধিনায়ক সিদ্ধান্ত পাল্টালেন। বল তুলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। কিন্তু মিরাজের ওভার বাকি থাকলেও কেন রিয়াদকে শেষ ওভারের দায়িত্ব দিলেন অধিনায়ক? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াদের হাতে বল তুলে দেওয়ার সেই কারণ জানালেন মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,‘আসলে আমি রিয়াদের কথা ভেবেছি কারণ সে অনেক অভিজ্ঞ। বিপিএলেও শেষ ওভার করে সে দেখিয়েছে। বল হাতে দিয়ে রিয়াদকে বলছিলাম, ওরা মারতে যাবে। মারতে গেলে মিস হিট হতে পারে। বিশেষ করে কুলদীপ মারার চেষ্টা করবে। যাদব ব্যাটসম্যান, সে তা করবে না। পঞ্চম বলটাই কিন্তু কুলদীপের ব্যাটে ইনসাইড এজ হয়েছিল। আসলে এমন পরিস্থিতিতে একটু লাকও লাগে।’

শেষ বলে যখন ১ বলে ১ দরকার তখন সুপার ওভারের সম্ভাবনা দাঁড়ায়। অধিনায়কেরও সেটা জানা ছিল। শেষ বলে ১ বল নিয়ে মাশরাফি বলেন,‘আসলে শেষ বলটা হয় ডট হতে হতো অথবা আউট। ও ইয়র্কারই করেছিল। কিন্তু বলটা প্যাডে পড়ে গেল। রিয়াদ ভালো করেছে। ওই অবস্থায়, মানে ৬ বলে ৬ রান লাগে, ওই রকম অবস্থায় ও ভালো ফাইট করেছে।’

তবে পুরো ম্যাচে স্পিনারদের থেকে আরো একটু ভালো আশা করেছিলেন ক্যাপ্টেন মাশরাফি। তিনি বলেন,‘আসলে প্রথম ইনিংসে বল যেভাবে স্পিন করেছে, তাতে আমাদের স্পিনারদের আরও আশা করেছিলাম। পুরো টুর্নামেন্টে মিরাজ সেরা বোলার। রুবেল-মোস্তাফিজও ভালো করছে। আমরা মনে হয় অপু আরো ভালো করতে পারতো। কিন্তু আপনি বোলারদের দোষ দিতে পারবেন না।’

তবে শেষ ওভারটা মোস্তাফিজ বা রুবেলকে দিয়ে করালে ফলাফল টা অন্যরকমও হতে পারত। কিন্তু স্পিনাররা ভালো করেনি বলেই সেই সুযোগ ছিল না অধিনায়কের সামনে। এই নিয়ে মাশরাফি বলেন,‘ ওদের যখন সাড়ে ৫ রান করে লাগে, তখন আমি মিরাজকে এনেছি। রিয়াদকে এনেছি। তখন কেউ যদি দুইটা ওভারও ভালো বোলিং করে দিত, তাহলে খুব ভালো হতো। একজন স্পিনার ভালো করলেও ৪৬ নম্বর ওভার থেকে আমি রুবেল ও মোস্তাফিজকে শেষ পর্যন্ত বোলিং করাতে পারতাম। তাহলে হয়তো ভারতের কাজটা অনেক কঠিন হতো।’

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :