মৌলভীবাজারে বেড়াতে এসে প্রাণ গেল রুয়েট শিক্ষার্থীর

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে বেড়াতে এসে পানিতে ডুবে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম রেজাউল করিম ওরফে ইয়াকুব (২২)। তিনি রুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শনিবার দুপুরের এই ঘটনায় রেজাউলের দুই সহপাঠী পানিতে পড়ে আহত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

কমলগঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাজশাহী প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের সাত সদস্যের একটি দল শনিবার সকাল ৯টায় দুর্গম পাহাড়ি এলাকার হামহাম জলপ্রপাত এলাকায় বেড়াতে আসে। তারা জলপ্রপাতের পানিতে নেমে গোসল করছিলেন। আকস্মিকভাবে জলপ্রপাতে পানি ও স্রোত বেড়ে গেলে খাদে পড়ে রেজাউল করিম ডুবে যান। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার চার সহপাঠী আহত হন।

আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবীর রেজাউলকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছাত্রের গ্রামের বাড়ি কুমিল্লায়। ঢাকার শনির আখড়া এলাকায় তাদের বাসা। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :