কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় স্কুলছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় উম্মে মারজান ঝুমা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্কুলছাত্রীর নিহতের ঘটনায় প্রতিবাদে বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

উম্মে মারজান ঝুমা চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

ওই স্কুলের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করে।

পরে বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :