‘নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৪

ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মাহারাজ বলেছেন, সরকার দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে চলেছে। বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। নারীরা শিক্ষিত না হলে পাকিস্তান আমলের মতো বাংলাদেশকে পিছিয়ে থাকতে হতো।

তিনি শনিবার সকালে মির্জাপুর পৌর এলাকার সরিষাদাইড় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির কমিটি আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

রামকৃষ্ণ কে জি স্কুলের সভাপতি ডা. বিপ্লব সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, রামকৃষ্ণ কেজি স্কুলের অধ্যক্ষ শিবপদ ঘোষ, সাংবাদিক নিরঞ্জন পাল প্রমুখ।

এর আগে স্বামী ধ্রুবেশানন্দ মাহারাজ কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

এছাড়া বিকালে স্থানীয় লোকনাথ সেবাশ্রম মন্দির, রণদা নাট মন্দির ভক্তদের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এছাড়া লার্ন অ্যান্ড লিভ নামে একটি প্রতিবন্ধী স্কুল ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মণ্ডপ পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :