বরিশালে প্রতারণার অভিযোগে আটক-১

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার তাকে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে আটক করা হয়।

আটক আতিকুল ইসলাম মাসুম পটুয়াখালী জেলার বাউফল থানার সিংরাকাঠি এলাকার নুর মোহাম্মদের ছেলে।

দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরের কাকলীর মোড়ে মোবাইলের শো-রুম থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মূল্য পরিশোধ না করে একটি স্যামসাং গ্যালাক্সি জে-৬ সেট নিয়ে যাওয়া হয়। পরে শো-রুম মালিকের অভিযোগে তার শো-রুমের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন র‌্যাব-৮ এর সদস্যরা। প্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে প্রতারকচক্রের সক্রিয় সদস্য আতিকুল ইসলাম মাসুমের অবস্থান নিশ্চিত করে রুপাতলী থেকে তাকে আটক করে র‌্যাব। আটকের সময় আতিকুলের কাছ থেকে ২১ হাজার ৯শ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি জে-৬ মোবাইল সেটটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি চুরি ও প্রতারক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :