উন্নয়নের জন্য সেতুমন্ত্রীর হাতেপায়ে ধরেছি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫১ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

নিজের এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতেপায়ে ধরেছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এই সাংসদ বলেন, ‘স্কুল-কলেজের কাজ করানোর জন্য, রাস্তাঘাট তৈরির জন্য আমি আমার দলের সাধারণ সম্পাদকের (ওবায়দুল কাদের) হাতেপায়ে ধরেছি। ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূরীকরণে কাজ শুরু করেছি। আল্লাহর রহমতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, তখন আর এই এলাকায় জলাবদ্ধতার কোনো সমস্যা থাকবে না।’

শনিবার বিকালে নারায়ণগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘এছাড়াও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান তৈরি ও সংস্কার, লিংক রোডের সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এখন পর্যন্ত আমার এলাকায় আমি সাত হাজার ৪০০ কোটি টাকার কাজ করেছি। এতে হয়তো আপনারা অনেক খুশি হয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারিনি, কারণ আমার স্বপ্ন পূরণ হয়নি।’

আগামী তিন দিনের মধ্যে বিদ্যালয়ের সব সমস্যার সমাধান করে টেন্ডার দিয়ে কাজ শুরু করার নির্দেশ দেন সাংসদ।

শামীম ওসমান বলেন, ‘আমি আমার স্বপ্ন পূরণে সব কাজ বাস্তবায়নের চেষ্টা করবো। কারণ এর ফলাফল ভোগ করবেন আপনারা। আপনারা খুশি হলে আল্লাহ খুশি হবেন। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবা করে আল্লাহকে খুশি করতে পারি।’

অনুষ্ঠান শুরুর পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান বিএনপির রাজনীতি ত্যাগ করে শামীম ওসমানের হাতে ফুল দিয়ে ও তার পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ এমএম হোসেন, দাতা সদস্য রেজাউল করীম, আবু সাঈদ, কামাল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :