সুনামগঞ্জে ঘুষিতে ফেরিওয়ালা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৬

সুনামগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে এক হতদরিদ্র ফেরিওয়ালাকে ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সুনীল চন্দ্র পাল (৬৫) একই ইউনিয়নের আকিলপুর গ্রামের কিরণ চন্দ্র পালের ছেলে। এ ঘটনায় বীরপুর গ্রামের ঘাতক হাবিবুল্লার ছেলে আব্দুর রউফ (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রউফ বড়দই বিলের প্রহরী হিসেবে কাজ করেন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের হাবিবুর রহমান রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হতদরিদ্র সুনীল চন্দ্র পাল একজন ক্ষুদে ফেরিওয়ালা। গ্রামে গ্রামে অল্প জিনিষপত্র ফেরি করে বিক্রি করে সংসার চালান। সন্ধ্যায় তার কাছ থেকে একটি চাল কুমড়া জোরপূর্বক ছিনিয়ে নিতে চায় আব্দুর রউফ। তিনি প্রতিবাদ করলে তাকে এলোপাথারি ঘুষি দিতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মারা যান সুনীল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত আব্দুর রউফকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, তুচ্ছ বিষয় নিয়ে হতদরিদ্র ফেরিওয়ালাকে ঘুষি দিয়ে হত্যা করেছে আব্দুর রউফ। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :