চাক‌রি সরকা‌রিকর‌ণের দা‌বি বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের

খুলনা প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯

চাকরি সরকারি করণের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। এসময় তিন দফা দাবিও জানিয়েছে তারা।

দাবিগুলো হচ্ছে কর্মরত কলেজে যোগদানের তারিখ থেকে রাজস্ব খাতে স্থানান্তর করা, রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ থেকে পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি দেয়া ও ১৯৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের ক্ষমতা দেয়া।

রবিবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর শিববাড়ির মোড়ে এই কর্মসূচি পালন করে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।

মানববন্ধনে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ থেকে আগত বেসরকারি কর্মচারীরা স্ব স্ব কলেজের ব্যানারে তাদের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি লিটন দত্ত।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুকাব্বের ফকির, সিনিয়র সহ সভাপতি সোহেল হোসেন, সহসভাপতি আরিফুর রহমান, প্রচার সম্পাদক- আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :