দুর্ঘটনা কমাতে ট্রাফিক সাইন মেনে চলার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০২ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১

ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক সাইন, সিগন্যাল মেনে চলতে হবে, নিরাপদ জায়গা দিয়ে রাস্তা পার হতে হবে এই শ্লোগান নিয়ে সচেতনতামূলক এ র‌্যালির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রেব হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, বিআরটিএর অতিরিক্ত পরিচালক আতিকুল আলম, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :