টাঙ্গাইল চার ছাত্রলীগ কর্মী পাঁচদিনের রিমান্ডে

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৭ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৫

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিনের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি রুবেলসহ চার ছাত্রলীগ কর্মীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আটককৃত আসামিদের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ফারজানা ইয়াসমিন তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘাটাইল থানার ওসি মাকসছুদুল আলম জানান, আসামিদের টাঙ্গাইল জেলা ডিবি কার্যালয়ে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল থানা মোড়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ তুহিন ও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) এর গাড়িবহরে হামলা চালানো হয়।

ছাত্রলীগ নেতা ও ঘাটাইল কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেলের নেতৃত্বে বেশ কয়েকজন অতর্কিত হামলা করে বলে অভিযোগ রযেছে।

এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর তুহিন আব্দুল্লাহ নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে আসামি করে ১০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেন। মামলায় এ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :