মাগুরায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরী সমাবেশ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০

মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর আব্দুল গণি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার ‘শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে’ কিশোরী সমাবেশ হয়েছে।

সদর উপজেলা পরিষদ ও মহিলাবিষয়ক অধিপ্তরের আয়োজনে স্থানীয় সরকারি বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় এ সমাবেশ হয়।

সমাবেশে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিরা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জাইকা প্রতিনিধি আশরাফ মাহমুদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট শামসুন্নাহার লাইজু, শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান সঞ্জিত কুমার বিশ্বাস, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দ দুলাল দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরে এটি প্রতিরোধে ছাত্রী অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

সমাবেশে শত্রুজিৎপুর ইউনিয়নের ৪টি স্কুলের প্রায় এক হাজার ছাত্রী অংশ নেয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :