একাত্তরের কর্মীকে পিষে মারার ঘটনায় বাসচালক রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭
ফাইল ছবি

রাজধানীর জাহাঙ্গীর গেটে বাসচাপায় একাত্তর টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন (৪০) নিহতের ঘটনায় বাসচালক সুজন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই আশরাফুল আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতকে কিছু বলার আছে কি না জানতে চান বিচারক। তখন সুজন মিয়া বলেন, আমার কিছু বলার নাই। আমি বাসটির ড্রাইভার। আর আমার গাড়ির নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন।

গত ২৯ সেপ্টেম্বর নিহত আনোয়ার জিগাতলার বাসা থেকে কর্মক্ষেত্র বারিধারার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন। সকাল ১০টার দিকে জাহাঙ্গীর গেটের সামনের মোড় দিয়ে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন থেকে ভিআইপি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়লে বাসের চাকা তার শরীরের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার সময় বাসচালক সুজনকে আটক করা হয়। জব্দ করা হয় বাসটি। ওই ঘটনায় নিহতের শ্যালক তৌফিক আহম্মেদ মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :