জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ অনুপস্থিত

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আজ ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। এতে প্রায় ১৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান অনুষদ ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এতো বিপুলসংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি থাকার কারণ হিসেবে ‘বিএনপির সমাবেশের কারণে গণপরিবহন কম’ থাকাকেই দায়ী করেছেন শিক্ষকরা। এছাড়া মঙ্গলবার এই ইউনিটের বাকি তিনটি শিফট এবং আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিটের পরীক্ষা হবে।

এদিকে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েন শিক্ষক-পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা ব্যহত হয়নি।

পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘পরীক্ষা চলাকালে এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের জন্য বিব্রতকর। পরীক্ষা শুরুর আগেই এর সুষ্ঠু ব্যবস্থা নেয়া উচিত ছিল।’

এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো.আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজসহ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

এবার প্রায় দুই হাজার সিটের বিপরীতে ৩,২২,৯৪৬ জন আবেদন করেন। প্রতি সিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬১ জন।

পরীক্ষা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। মাঝে ৫, ৬ ও ৭ অক্টোবর সরকারি ছুটি থাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :