নেত্রকোণায় কৃষক হত্যায় চারজনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:১৩ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৫:০৯

নেত্রকোণার পূর্বধলায় চার বছর আগে আব্দুস সাত্তার নামে এক কৃষককে হত্যায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আর এই টাকা দিতে ব্যর্থ হলে দন্ডিতদের আরও এক বছর করে কারাভোগ করতে হবে। এছাড়া অভিযোগ প্রমান না হওয়ায় একজনকে খালাস দিয়েছে আদালত।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নেত্রকোণা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।

যাবজ্জীবন দন্ডিতরা হচ্ছেন- উপজেলার আলমপুর গ্রামের আলাল উদ্দিন, হাসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও খোরশেদ উদ্দিন। তাদের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে। অন্যদিকে খালাস পাওয়া ব্যক্তি হচ্ছেন একই গ্রামের আজিম উদ্দিন (৪০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন আহম্মদ মাসুদ জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলমপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তারের সঙ্গে আসামিদের মামলা চলছিল। ২০১৪ সালের ১৪ আগষ্ট মামলার কাজে আব্দুস সাত্তার নেত্রকোণা সদরে অবস্থিত আদালতে যাচ্ছিলেন।

এ সময় পূর্বধলার বাদপুর গ্রাম এলাকায় পৌঁছলে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্থার ওপর ফেলে রাখে। পরদিন নিহতের ছেলে উজ্জল মিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দেয়।

ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :