‘ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ হলে সাংবাদিকতা থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৮:৩৯

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ হলে দেশে সাংবাদিকতা বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী সাংবাদিকরা। এই আইনকে ‘কালো আইন’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বিএনপিপন্থী অংশের নেতারা এক প্রতীকী অনশনের এসব কথা বলেন।

সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকলে সাংবাদিকতা বলে দেশে কিছু থাকবে না। সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে অনুসন্ধান। আর সে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করার জন্যই এই জংলি আইন পাস করা হয়েছে।’

‘সাংবাদিকরা সরকারের দুর্নীতি দুঃশাসনের কথা যদি লিখতে না পারে তাহলে সে দেশ কীভাবে স্বাধীন দেশ হয়। বর্তমানে স্বাধীন দেশের ওপর এক ফ্যাসিবাদী স্বৈরাচারী চেপে বসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারীকে প্রতিহত করতে হবে।’

এই আইনের বিরোধিতা করে গাজী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সবাই সোচ্চার ছিলেন, সবাই প্রথম থেকেই এর বিরোধিতা করেন। আজকে সারা বাংলাদেশে সব সাংবাদিক সংগঠন এই কালো আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার সোনার ছেলেরা হেলমেট পরে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা করছিল। কিন্তু আপনি এর কোনো বিচার করেননি। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এই কালো আইন প্রণয়ন করেছেন।

নিজের গদিকে পাকাপোক্ত এবং ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই আপনি আজ এই আইন পাস করেছেন। এটা কখনও এদেশের জনগণ মেনে নেবে না।’

সাংবাদিক নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি বলেছেন এই আইনে সাংবাদিকদের এতো উদ্বেগের কারণ কী? প্রধানমন্ত্রী আপনি ফাঁসির মঞ্চ তৈরি করে রাখবেন আর সাধারণ জনগণ সেটার মধ্যে মাথা ঢুকিয়ে মরবে আপনি সেটাইতো চান, তা না হলে কেন এই জঘন্য আইন পাস করবেন।’

সরকারপন্থী সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আজ সরকারের পক্ষে অবস্থানকারী সাংবাদিকরা চুপ করে তামাশা দেখছেন। আপনারা প্রতিবাদতো দূরের কথা এ বিষয়ে একটা কথা পর্যন্ত বলছেন না। মনে রাখবেন, আপনারাও এই আইনের দ্বারা আক্রান্ত হবেন। যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার করে না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

মানববন্ধনে বিএফইউজে, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক নেতারা অংশ নেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা