চিকিৎসায়ও ঘরানা খোঁজা!

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ
| আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২২:৩৯ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৮:৪৯

এক. একজন কলেজ শিক্ষক। তার হেপাটাইটিস বি-পজিটিভ। একজন ভালো হেপাটোলজিস্টের সন্ধান চাইলেন। সঙ্গে যোগ করলেন, 'তিনি যেন আমাদের ঘরানার হন'। আমি বিরক্তি নিয়ে জানতে চাইলাম, আপনি কি ডাক্তার দেখাবেন নাকি ঘরানা দেখাবেন?

তারপর তিনি বললেন, একটা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন হেপাটোলজিস্টকে দেখিয়েছেন। ইনভেস্টিগেশন করিয়ে যখন আবার গেলেন তখন ওই চিকিৎসক রিপোর্টগুলো ছুড়ে ফেলে দিয়ে নাকি বলেছেন তাকে দেখবেন না। কারণ, পরীক্ষাগুলো করানো হয়েছে ইবনে সিনা থেকে।

দুই. একজন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক যিনি টিভি টক শো এবং কলাম লিখে বেশ জনপ্রিয়। এক সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যও ছিলেন। তিনি একজন ভালো স্কিন স্পেশালিস্টের রেফারেন্স চাইলেন। একই সঙ্গে মনে করিয়ে দিলেন ঘরানার ব্যাপারটা।

তাকেও একই প্রশ্ন করলাম, স্যার ঘরানাটা কি গুরুত্বপূর্ণ? তিনি বললেন, মঞ্জুরি কমিশনে থাকাকালে আপনাদের অনেক প্রফেসরের অনেক কাজই নিঃস্বার্থভাবে করে দিয়েছি। তখন ঘরানা দেখিনি।

কিন্তু তাদের কারো কারো কাছে এখন চিকিৎসা নিতে গিয়ে তাদের এটিচ্যুডে উপলব্ধি করেছি তারা ঘরানা মাথায় রেখেই আমাকে ট্রিট করছেন।

তিন. একজন জনপ্রিয় সেলিব্রিটি মিডিয়া ব্যক্তিত্ব। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পছন্দের মানুষ। দীর্ঘদিনের আপনজন। তিনি ও তার পরিবারের সদস্যরা আমার চেম্বারে চিকিৎসা নিচ্ছেন বহু বছর ধরে। পরশু চেম্বারে এসেই বললেন, তোমার এখানে আসব শুনে একজন জোর দিয়ে বলল, ওর কাছে যাবেন না। ও আমাদের শত্রুপক্ষ।

তারপর আক্ষেপ করে বললেন, আমরা কোথায় যাচ্ছি!

তারপর থেকে মাথায় এই পোকাটা কুটকুট করে কামড়েই যাচ্ছে, কোথায় যাচ্ছি আমরা? রাজনীতির বিভাজন ঠিক করে দিচ্ছে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক। এমনকি চিকিৎসা সেবা দেয়া/নেয়াটাও!

একজন চিকিৎসক যখন কাউকে চিকিৎসা দেন তখন তো সম্পর্ক একটাই, চিকিৎসক ও রোগী। এরচেয়ে বড় আর কোনো সম্পর্ক খোঁজার প্রয়োজন আছে কি?

লেখক: সহকারী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

নির্বাচিত খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাচিত খবর এর সর্বশেষ

ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন মাদ্রাসায় পড়ুয়া মাজিদুল হক

মুন্সীগঞ্জে ১০ কোটি টাকার পানি শোধনাগার কাজেই আসছে না

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সৌর বিদ্যুৎ দিচ্ছে ‘সোলার ইলেক্ট্রো’

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণাসহ ৯ দাবি বাস্তবায়ন চায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ

শিশু নির্যাতন: শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নের আহ্বান

শহরের ব্যস্তজীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে ড. রাশেদা রওনকের আলোচনায় আমন্ত্রণ

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

দা‌ড়ি-গোঁফ গজাচ্ছে জান্না‌তির মুখে, প‌রিবর্তন হয়েছে কণ্ঠস্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :