বোয়ালমারীতে ইয়াবাসহ মেম্বার আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৮:৫৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ চতুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য একলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুলকে (৩৮) আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর সিপিসি-২।

সোমবার ভোরে চতুল আরাজী বাইখীর গ্রাম থেকে

তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।

র‌্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্যার ছেলে। সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরু হলে তিনি ভারতে পালিয়ে যান। দেশে ফিরে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। টুটুলের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ৬টি মাদকের মামলা রয়েছে। টুটুল মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

এর আগেও তিনি কয়েকবার র‌্যাব পুলিশের হাতে ধরা পড়েন।

ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :