স্বাধীনতাবিরোধী জঙ্গিদের কঠোরহস্তে দমন: আইজিপি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ২২:৩০

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের তাণ্ডবে গাইবান্ধার সুন্দরগঞ্জে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। যারা এখানকার মানুষকে নিরাপত্তা দিতে এসেছিলেন তারাই নিহত হরেন। স্বাধীনতাবিরোধী জঙ্গিদের কঠোরহস্তে দমন করতে হবে। আগের চেয়ে এখন পুলিশের অনেক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’ জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি তৎপরতা দমনের ঘোষণা দেন তিনি।

সোমবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে নিহত চার পুলিশ সদস্য স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘বারবার এই সুন্দরগঞ্জ থেকে জঙ্গি তৎপরতা মাথা চাড়া দিয়ে উঠে। তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে। যারা দেশকে ভালবাসেন, তাদেরকেই মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’

পুলিশপ্রধান বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে চারজন পুলিশ সদস্যসহ ১২ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি পেতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজপি- দেবদাস ভট্টাচার্য, পুলিশ কমিশনার- আব্দুল আলীম মাহমুদ, গাইবান্ধা পুলিশ সুপার- প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, র‌্যাব-১৩ এর সিও- মোজাম্মেল হকসহ রংপুর রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :