সড়কে পাওয়া অজ্ঞাত শিশুর লাশ ঢামেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ২২:৩৭

সোমবার সকাল ১০ টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসে একটি অচেতন দেহ। দেহটি ৫-৬ বছর বয়সী একটি ছেলে শিশুর। সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে রাস্তার পাশে পড়েছিল শিশুটি। অজ্ঞাত প্রত্যক্ষদর্শী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন৷ কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করার পর হাসপাতালে নিয়ে আসা ঐ ব্যক্তির আর হদিস মেলেনি।

জানা গেছে, সোমবার সকাল ৭ টা নাগাদ মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে সড়ক দুর্ঘটনার শিকার হয় শিশুটি। পরে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।

তথ্য পেয়ে সোমবার দিনভর ঢাকা উদ্যান এলাকায় শিশুটির ছবি নিয়ে খোঁজাখুঁজি করেন ঢাকাটাইমসের সাংবাদিকরা। কিন্তু দুর্ঘটনা কিংবা শিশু নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। একই সঙ্গে মেলেনি শিশুটির পরিচয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটির ছবি ও নিহতের ঘটনা জানানো হয় মোহাম্মদপুর থানায়। শিশুটির পরিচয় নিশ্চিত করতে একাধিকবার ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় যায় পুলিশ। ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন মীর। বলেন, 'ঢাকা মেডিকেল থেকে আমাদের জানানোর পর, আমরা ছবিসহ টিম পাঠাই। তারা বেশ কয়েকবার বিভিন্ন এলাকায় গিয়েও শিশুটির পরিচয় পায়নি। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

পুলিশি চেষ্টার অংশ হিসেবে মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা, ওয়ারলেসের মাধ্যমে রাজধানীর অন্যান্য থানায় বেওয়ারিশ শিশুটির বিষয়ে জানানো হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাংবাদ মাধ্যমে (ডিএমপি মিডিয়া) বিষয়টি তুলে ধরা হবে বলে ঢাকাটাইমসকে জানিয়েন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সাংবাদিক ও পুলিশের দিনভর চেষ্টায়ও জানা যায়নি হাসপাতালের মর্গে পড়ে থাকা শিশুটির পরিচয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি দিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলা হলেও তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/১অক্টোবর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :