ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত দুই

গাজীপুর(টঙ্গী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৮, ১৩:১৯

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ন্যাশনাল ফ্যান লিমিটেড নামের একটি ফ্যান তৈরির কারখানায় হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত: পাচজন। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সাকাল সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কারখানার পেইন্টিং সেকশনের ফ্যানে রঙ লাগানোর পর তা হিট চেম্বারে শুকাচ্ছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ বিস্ফোরণে বেশকয়েকজন আহত হন। কারখানায় আগুন লেগে যায়।

কারখানার অপর শ্রমিকরা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করলে দুইজন মারা যান। আহত কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বলেন, অগিকান্ডের খবর আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই কারখানার শ্রমিকদের হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে কারখানার ফ্যাক্টরি ম্যানেজার জানান, গাজনাফার আলী হায়দার বলেন, পেইন্টিং সেকশনে কাজ করার সময় হঠাৎ হিট চেম্বারটি বিস্ফোরণ হয়। এতে আহত বেশকয়েকজনকে দ্রুত উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি হয়। তবে নিহত হওয়ার খবরটি তার জানা নেই।

কারখানায় বিস্ফোরণের পর কারখানায় ভিড় জমিয়েছে সেখানে কর্মরত শ্রমিকদের স্বজনরা। এ ঘটনায় কারখানা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের এএসপি আমিরুল ইসলাম, গাজীপুরর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)এডিশনাল এসপি আহসান হাবীব, টঙ্গী থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :