বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথে মিলল ১২ স্বর্ণবার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৮, ১৩:২৫

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বুধবার দুপুরে ১২টি স্বর্ণবারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম শহীদুল্লাহ খান (৩৭)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারি পরিচালক নিপূন চাকমা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন গোপন খবরে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল চেকপোস্টে অভিযান চালায়। পরে শহীদুল্লাহ খান নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

তাকে তল্লাশি রুমে নিলে তিনি জানায় তার পায়ুপথে ১২ টি স্বর্ণ বার আছে। পরে শহিদুল্লাহর পেট এক্সরে করে জুস খাইয়ে স্বর্ণগুলো বের করে শুল্ক কর্তপক্ষ।

জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন এক কেজি ২০০ গ্রাম। এসব স্বর্ণের মূল্য ৬০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :