দেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা: দোলন

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৫ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ২৩:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে স্বপ্ন আমাদের বঙ্গবন্ধু দেখিয়েছিলেন আজ তার সুযোগ্য কন্যা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন।

বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামে শহীদ জাহাঙ্গীর স্মৃতি ক্লাব আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

জেলা আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দোলন বলেন, ‘অর্থনৈতিক মুক্তির স্বপ্ন শতভাগ বাস্তবায়নের জন্য তরুণ সমাজকে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। এই দেশ গড়তে গেলে তাদের সুস্থ স্বাভাবিক থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে সেটি সম্ভব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে দোলন বলেন, ‘এই ঘোষণা বাস্তবায়নের জন্য খেলাধুলার চর্চা বাড়াতে হবে। কারণ সুস্থ শরীর চর্চাই পারে তরুণ সমাজকে মাদকসক্তির ভয়াবহতা থেকে রক্ষা করতে।’

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নেই। এই দেশকে যিদি আরও ভালোভাবে গঠন করতে হয়, বাংলাদেশকে যদি আরও বেশি করে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হয়- তাহলে তরুণ প্রজন্মকে হাল ধরতে হবে। যেই কথাটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার করে বলছেন। এজন্য ক্রীড়াকে, বিশেষ করে ক্রিকেট, ফুটবলের মতো খেলাধুলাকে অনেক বেশি পৃষ্ঠপোষকতা করছেন।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে ক্রীড়া চর্চা যেন আরও বেশি বেগবান হয়, সেই জন্য কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন নানামুখী চেষ্টা করছে। এই ফাউন্ডেশেনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, স্বাস্থ্য, তরুণ প্রজন্মকে কম্পিউটার শিক্ষার মাধ্যমে চাকরির চেষ্টা করা সহ নানা ধরনের কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছা যদি আপনারা সবাই রাজি থাকেন ক্রীড়া ও সংস্কৃতি চর্চা এই ক্ষেত্রে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন বর্তমানের মতো ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দোলন বলেন, ‘এই অঞ্চল থেকে ভবিষ্যতে যেন জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি হয়, এই জন্য আমরা সবাই খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করবো। অভিভাবকদের প্রতি আমার আবেদন আপনারা ছেলে-মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখবেন। খেলাধুলাকে হ্যাঁ বলুন। মাদককে না বলুন।’  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, আলফাডাঙ্গা পৌর কৃষকলীগের আহবায়ক আব্দুল আওয়াল ফকির, সদস্য সচিব রফিকুল ইসলাম রাজিব, সাবেক বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, টগরবন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর কমিশনার হারুন অর রশিদ, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান কদর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/এএ/এইচএফ)