শাহরাস্তিতে উপ-নির্বাচন, উপজেলা চেয়ারম্যান আ.লীগের মিন্টু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৮, ২১:৪৭

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান মিন্টুকে চেয়ারম্যান সরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ওবায়েদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬শ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (শ্রমিকলীগ নেতা) বাবুল আক্তার পেয়েছেন ৭ হাজার ২শ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়।

গত ২০১৪ সালের ২৩ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াজী দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ২৭ এপ্রিল তিনি চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেন। আগামী ২০ মে ২০১৯ তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের এপ্রিল মাসে তিনি হঠাৎ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গত ৮ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগপত্রটি গ্রহণ করলে এ পদটি শূন্য ঘোষণা করে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :