ক্যানসারের কারণ হতে পারে প্রসাধনী

দীপান্বিতা রায়, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ০৮:১৯

বিভিন্ন প্রসাধনীতে থাকা রাসায়নিক পদার্থ ক্যানসারের কারণ হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার, রসায়নবিদ ও গবেষকেরা। এসব প্রসাধনী নারীদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে বলেও জানিয়েছেন তারা।

আজকাল নারীরাই শুধু নয়, পুরুষদেরও রূপচর্চায় প্রসাধনী ব্যবহার করতে দেখা যায়। তবে সব প্রসাধনী কিন্তু ত্বকের জন্য ভালো নয়। শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ত্বক খুবই স্পর্শকাতর। প্রসাধনীর কিছু রাসায়নিক উপাদান শরীরের ত্বকের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এমনকি এটা শেষ পর্যন্ত ক্যানসারও ঘটাতে পারে। তাই প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ত্বক বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘বেশিরভাগ মেয়েরাই রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে থাকে। কিন্তু এটা খুবই ক্ষতিকারক। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণ ব্লিচিং পাউডার, যা ত্বকের কোষের উপর সরাসরি প্রভাব ফেলে। এমনকি অনেক ক্ষেত্রে ক্যানসারেরও কারণ হতে পারে।’

শুধু তাই নয়, বিভিন্ন গবেষণায় জানা গেছে, প্রসাধনীর ব্যবহার শরীরের হরমোনকে এমনভাবে নিয়ন্ত্রণহীন করে তোলে যে, নারীরা কোনো কোনো ক্ষেত্রে বন্ধ্যা পর্যন্ত হয়ে যেতে পারে। আলট্রা ভায়োলেট ফিল্টার এবং ফেনোলস, ফোলিক স্টিমুলেশন হরমোন এবং লুইটিনিজিং হরমোনের মাত্রা কমায় ঠিকই, তবে প্যারাবেস হরমোন এবং ডিম্বাশয়ের উৎপাদিত প্রধান হরমোন এস্ট্রোজেনের মাত্রা বাড়ায়। ফলে নারীর বন্ধ্যাত্ব পর্যন্ত ঘটাতে পারে।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘বেশিরভাগ প্রসাধনীতে এমন কিছু কেমিক্যালস রয়েছে, যা স্তন ক্যানসারের মতো এস্ট্রোজেন নির্ভর রোগগুলোকে প্রভাবিত করতে পারে। তাই প্রসাধনী ব্যবহার করার আগে সেটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।’

তিনি আরও জানান, প্রস্রাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বৃদ্ধিতেও ভূমিকা রাখে এই প্রসাধনীর ব্যবহার। এর ফলে প্রস্রাবে আলট্রা ভালোলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনলে এবং ক্লোলোফেনলস এর পরিমাণ বৃদ্ধি পায়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।’

তাই প্রসাধন সামগ্রীতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে, তা প্রসাধনী কেনা এবং ব্যবহারের আগে দেখে নেয়া উচিত বলে জানিয়েছেন গবেষকেরা।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/ডিআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :