রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১১:১২

রাজবাড়ীর গোয়ালন্দে জরিনা বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দ উপজেলা হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জরিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুলাল বেপারীরপাড়া গ্রামের ওলি উদ্দিন বেপারীর স্ত্রী।

তিনি ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাট আকবর মালতের ডাঙ্গি গ্রামের ইয়াকুব আলী শেখের মেয়ে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি ওলি উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর স্বজনরা জানান, গত এপ্রিলে সৌদী আরব থেকে ওলি দেশে ফেরার পর থেকে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এর পর থেকে ওলি ও জরিনার সংসারে কলহ লেগেই থাকত। ওলি জরিনাকে প্রায়ই মারধর করতেন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন। জরিনার ভাই জয়নাল শেখ জানান, মঙ্গলবার রাতে তার বোনকে শ্বাসরোধে হত্যা করে ওলি তার মুখে বিষ ঢেলে রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে খুন করা হয়েছে, নাকি আত্মহত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যাবে।

ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :