বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, না.গঞ্জে গাড়িতে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১১:৫৬ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১১:৩৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। এর প্রতিবাদে আহত ছাত্রীর সহপাঠীরা রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে ও বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটায় কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ওমর আলী স্কুলের সামনে ওই ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম সাদিয়া আক্তার। সে কাঁচপুর সোনাপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে ও ওমর আলী স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী জানান, সকাল আটটার দিকে স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল সাদিয়া। এ সময় চট্টগ্রামগামী একটি বাস ওই ছাত্রীকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার পাশে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁচপুর মর্ডান ক্লিনিকে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর সহপাঠীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। সকাল পৌনে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি ঢাকা-সিলেট সড়কের কয়েক কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।

ওসি কাইয়ুম আরও বলেন, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। এছাড়াও শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার যানজট নিরসনে চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :